আমার অন্তর নিহিত প্রেম শপেছি তোমার তরে,
তোমার প্রতিমার ন্যায় মুখমন্ডলের সম্মুখে,
প্রদীপ জ্বালায়িত করে হয়েছি প্রেম পূজারী।
আমি দেখিনি চেয়ে কোন তিথি নক্ষত্র,
তোমার তরে পূজা দিতে হবে,
এটাই শুধু জেনিছি আমি।
অমাবস্যা,পূর্ণিমা না ভেবেই,
সজ্জিত করেছি প্রণয়ের প্রদীপ।
আমার যে কঠোর পূজারী হতে হবে।
আমি চাইনি কভু তুমি রুষ্ট হও।
তোমাকে তুষ্ট রাখতে,
আমি সর্বদা সতেষ্ট থেকেছি।
তোমার চরন তলে বিছায়েছি,
আমার বুক পাঁজর।
চেয়েছি তুমি থাকো আমার বুক জুড়ে।
বুক চিড়ে হৃদয়টাকেও,
তোমাকে দিতে চেয়েছি।
প্রস্তুত ছিলাম তোমার তরে,
নিজেকে বলিদান দিতে।
প্রণয়ের এতো আয়োজন করেও
আমি হয়েছি ব্যর্থ।
তুমি রয়ে গেলে আমার যজ্ঞবেদীর বাহিরে।
আমার অন্তর নিহিত প্রেম পেয়েও
তুমি করনি আমার মন মন্দিরে বিচরন।
আমি তাই হতে পারলাম না তোমার প্রেম পূজারী।