যাহার লাগি আমায় দিলে তুমি ছাড়ী,
সে কি মোর চেয়ে আপন হইয়াছে তোমারি?
রাত্রি হলে সে কি নেয় তোমার প্রানের খোঁজ?
নাকি আত্ম তৃপ্তিতেই ব্যস্ত থাকে রোজ?
প্রেম কি দেয় সে তোমার প্রাণ ভরে?
নাকি প্রেম হীনতায় ভুগছো তুমি আমাকে ছেড়ে?
ছুঁয়েছে কি সে তোমার কোমল ঐ মনটাকে?
নাকি শরীর ছুঁয়েই সে সন্তুষ্ট থাকে?
মায়াবী তোমার চোখ দুটো কি দেখেছে সে চেয়ে?
নাকি রুপ দেখিতেই তাহার সময় গেছে ফুরিয়ে?
তোমার কালো কেশে সে কি পড়িয়াছে কভু বকুলের মালা?
নাকি কাছে এসে এখনো হয়নি ভালোবাসি বলা?
সবি তো পেয়েছো তুমি তাহার কাছে,
ভালোবাসাটাই শুধু রয়ে গেছে মিছে।
প্রার্থনা করি তবু সুখে রেখো তারে।
যাহার লাগি আমায় দিলে তুমি ছেড়ে।