প্রিয়তম তুমি শুনতে পাচ্ছো?
আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি।
তুমি মন থেকে মুছে ফেলো,
তোমার মনে ছিল আমার যত স্মৃতি।
প্রিয়তম তুমি রাত্রি হলে আর,
মন খারাপ করোনা আমাকে ভেবে।
আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি দূরে,
বলো কে তোমায় মন খারাপে শান্তনা দেবে?
প্রিয়তম তুমি একটা,
চলার সঙ্গী খোঁজে নিয়ো নতুন করে।
আমিও অনেক সুখে থাকবো,
চলে গিয়ে অন্যের ঘরে।
প্রিয়তম তুমি আমাকে যতটা ভালোবাসতে,
ঠিক ততটা ভালোবেসো তোমার নতুন সঙ্গীনিরে।
আর আমি অন্যের ঘরে গিয়েও,
তোমার ভালবাসা রেখে দিবো আমার মনে ঘরে।
প্রিয়তম নিয়তি হয়তো চাইনি,
আমাদের দুজনের মিলন হোক।
তাই আজ আমাদের বিচ্ছেদ হয়েছে,
করতে হচ্ছে দুজনের দুঃখ যন্ত্রনা ভোগ।
প্রিয়তম আমাকে তুমি ক্ষমা করে দিও,
এখানেই আমার চিঠির ইতি।
আর কখনো বিরক্ত করবোনা তোমায়,
প্রিয়তম আমি তোমার ভালোবাসার তিথি।