বসে মোর,
নির্জন ঘরের কোণে।
দিবানিশি ভাবি আমি,
আপন মনে।
ভুলিব কেমনে আমি,
এই ভুবনের মায়া।
আকৃষ্ট করেছে মোরে,
এই ভুবনের কায়া।
চক্ষু মেলিয়া যেদিন,
দেখেছি এই ভুবনের রুপ।
সেদিন থেকেই পিছু নিয়েছে,
এই ভুবনের সুখ আর দুখ।
এই ভুবনের ধূলাবালি,
প্রকৃতি ও মাটির গন্ধ।
সবার তরে যেন আমি,
হয়ে আছি বন্ধ।
কত আশায় বুক বাঁধিয়া,
আমি খুঁজিয়াছি সুখ।
এই বিশাল ভুবনের,
সবি আমি করিয়াছি ভোগ।
এই ভুবনের তরে মোর,
রয়েছে কত তৃষ্ণা জমা।
কত কিছু পাওয়ার আশায়,
করেছি কত পাপ যার হয়না ক্ষমা।
ভাবনি কভু আমি,
একদিন সব কিছু ছেড়ে।
বিদায় নিয়ে চলে যাবো,
এই ভুবনের তরে।
আজ খুলেছে,
মোর ভাবনার দুয়ার।
তাই গুনছি প্রহর,
দুনিয়া ছেড়ে যাওয়ার।