এই জগতে সবারই তো,
ছেড়ে যাওয়ার স্বভাব।
আঁকড়ে ধরে বাঁচার লোক,
বড্ড বেশী অভাব।
মিথ্যা আশা দিয়ে বলে,
আছি তোমার পাশে।
সারা জীবন এমনি করেই,
যাবো ভালোবেসে।
এই কথাটির মূল্য খানি,
থাকে ক্ষণ কাল।
সুযোগে সবাই ছিন্ন করে,
এই মায়া জাল।
শুধু একটা আশার প্রদীপ,
জ্বালায় বুকের মাঝে।
সেখানে থেকে হৃদয় জ্বলে,
নতুন রুপ সাজে।
ছাড়াছাড়িই চলে সদা,
ধরে রাখা দায়।
তবুও সবাই মুখে বলে,
ধরে রাখতে চায়।