কে তুমি যাওরে কন্যা হেঁটে এই পথেরই মাঝে?
তোমারী চরনে রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে।
পদব্রজে শুনিতেছি হায় এ কেমন সুরের ধ্বনি,
কে তুমি কে তুমি হায় ওগো সোনার তরুণী?
রাঙিয়েছো চরণ তোমার অপরুপ সাজে,
বাঁধিয়াছো কেশ তোমার পুষ্পগুচ্ছ বাজে।
অক্ষি কোটায় দিয়াছো তুমি কাজল রেখা একে,
মরি হায় মরি হায় লাজে আমি এ রুপ দেখে।
মূর্তি ন্যায়ে অলঙ্কৃত তোমার বদন খানি,
ললাটে দিয়াছো তুমি লাল রক্তের দাগ টানি,
ওষ্ঠে বইছে তোমার মায়াবিনী হাসির রাশি,
হাতের কঙ্কনে উঠছে বেজে সুরেরও বাঁশি।
রুপ দেখিয়া জুড়াইয়াছে মোর পরাণ খানি,
ভুলিব কিসে এ রুপের বান নাহি আমি জানি।
লাজ ভয় রেখে তাই হতে চাই তোমারী পদচারনী,
কে যাও কে যাও এই পথে তুমি কোন চঞ্চলিনী?