আমি মাতৃগর্ভ ত্যাগ করে যেদিন,
দেখেছি পৃথিবীর রূপ।
সেদিন থেকেই,
আমার নাম হয়েছে ক্রীতদাস।
কেউ ঘুমপাড়ানি গান শুনিয়ে যখন,
আমাকে আকৃষ্ট করে রাখতো চিরনিদ্রায়।
সেটা ছিল আমার ইচ্ছের বিরুদ্ধে,
তবুও আমার শান্ত হয়ে ঘুমিয়ে থাকতে হতো।
তখন আমি হয়েছি,
ঐ ঘুমপাড়ানি গানের ক্রীতদাস।
তাই তার হুকুম মানতে,
আমি সর্বদা প্রস্তুত ছিলাম।
বিদ্যাপীঠে আমার মনের বিরুদ্ধে,
শিখানো হয়েছে অধিক বাণী কথা।
আমি নিতান্তই প্রস্তুত ছিলাম না,
এমন বিদ্যা শাস্ত্রে।
তবুও আমার হতে হয়েছে ক্রীতদাস।
শুনতে হয়েছে ইচ্ছের বিরুদ্ধে,
সকল বাণী কথা।
আমার মনের জানালায় একদা,
উঁকি দিয়েছিল প্রেম।
বিশ্ব সংসার তছনছ করে তখন,
আমি ছুটেছি প্রেমের পিছু।
জীবন উৎসর্গ করে আমি,
হতে চেয়েছে এক প্রেমিক।
সেখানেও হয়েছি আমি মনের ক্রীতদাস,
না হলে ছুটতাম না প্রেমের পিছু।
জীবিকার তাগিদে আমি,
এখন হয়েছি এক কেনা গোলাম।
সর্বদা করছি হুকুমের দাসত্ব।
প্রতিনিয়ত জীবন আমার,
চলছে এক ক্রীতদাস হয়ে।
আমার ইচ্ছের বিরুদ্ধে,
আমার সাথে হয়েছে আরো অধিক জুলুম।
কিন্তু আমি যেতে পারিনি তার বিরুদ্ধে,
আমি যে এক আজীবনের ক্রীতদাস।