দুদিনের অতিথি হইয়া তুমি,
এসেছো এই দুনিয়ার বুকে।
তবুও কেন হিংসা অহংকারে,
অন্যকে থাকতে দাওনা সুখে?

অন্যের ধন মেরে খেতে তুমি,
হয়ে যাও কত পাষাণ।
ভুলে যাও মানুষ তুমি,
আল্লাহর দেওয়া সকল বিধান।

মানুষ তোমায় শ্রেষ্ঠ জীব হিসেবে,
বানিয়েছে আল্লাহতালা।
তবুও একে অন্যকে নিয়ে,
করো কত রকম খেলা।

ধন সম্পদ লাভের আশায় তুমি,
হয়ে যাও কখনো বেইমান।
একটু খানি লোভের জন্য,
রক্ষা করতে পারনা নিজের ইমান।

মানুষ তুমি দুনিয়াতে সুখের জন্য,
নিকৃষ্ট কাজ করতেও হয়ে যাও অন্ধ।
ভাবনা কখনো তুমি বিবেক দিয়ে,
জান্নাতের দরজাটা থাকবে তোমার জন্য বন্ধ।

কবরের দিকে একটি বার,
তুমি দেখনা তাকাইয়া।
কত রাজা বাদশা ধনী গরীব,
একই ভাবে রয়েছে ঘুমাইয়া।

কেউ তো কবরে নিয়ে যায়নি,
ধন সম্পদ তাদের সাথে করে।
গাড়িতে সেদিন উঠেনি তারা,
কবরে গিয়েছে খাটিয়ায় চড়ে।

তবে তুমি কেন দুনিয়ার লোভে,
জড়াও নিজেকে মহাপাপে?
বেঁচে তো তুমি থাকবে না চিরদিন,
জাহান্নামে যাবে অন্যের অভিশাপে।

হাসরের ময়দানে দাঁড় করিয়ে,
আল্লাহতালা বলবে তোমায়।
কত পাপ করেছো দুনিয়ায় বুকে,
সব হিসাব দাও আজ আমায়।

তোমার অঙ্গ পতঙ্গ গুলোতো সেদিন,
আল্লাহতালা দিয়ে দিবে এক প্রান।
একে একে তারাই বলে দিবে সেদিন,
তোমার পাপ পূণ্যের সকল অবধান।

হিসাব করে দেখবে সেদিন,
তোমার পাপের খাতা পরিপূর্ণ।
ধন সম্পদ আসবেনা সেদিন,
তোমায় বাঁচানোর জন্য।

আল্লাহতালার রায়ে তোমার,
পেতে হবে যে কঠোর দন্ড।
শত আঘাত পেতে হবে তোমার,
আবার কখনো হবে স্থান জলন্ত অগ্নিকুন্ড।

তাইতো বলি মানব দুনিয়ার আশা ছেড়ে,
আল্লাহর পথে তুমি চলো।
প্রার্থনা করে আল্লাহর তরে তোমার জন্য,
জান্নাতের দরজাটা খোলা রাখতে বলো।