মৃত লাশ গুলোকে খুব সহজে,
দাফন করে দেওয়া হয় সমাধির স্তরে।
কিন্তু জীবন্ত লাশের পানে,
কেউ কোনদিন দেখেনা ফিরে।
এই পৃথিবীর বুক জুড়ে,
কত যে জীবন্ত লাশ রয়েছে পড়ে।
কেউ ভাবে না কোনদিন,
এদের দাফন হবে কোন সমাধির স্তরে।
দিবানিশি ওরা গুনে যায় প্রহর,
কবে হবে মোদের এই লাশের দাফন।
কেউ আসেনা কেনো ছুটে,
মোদের মোড়াতে কাফন?
কেউ কি পায়না খুঁজে
আমাদের সমাধির স্তর,?
নাকি সমাধি আমাদের করেনা গ্রহন?
সমাধির কাছ থেকে কি মোরা হয়ে গেছি পর।
পৃথিবীতে সর্ব প্রাণীর বসবাসের জন্য,
রয়েছে যথাযথ ঠাঁই।
তাই জীবন্ত লাশ গুলোর জন্যও,
একটা সমাধির স্তর চাই।
পৃথিবীর বুকে মোরা,
জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি বলে।
ধুঁকে ধুঁকে কি কাটাতে হবে,
জীবন মোদের কালে কালে?
অতিষ্ট যাতনার জীবন করিতেছি যাপন,
এই যাতনা থেকে মোরা মুক্তি চাই।
জীবন্ত লাশ হয়ে মোদের একটাই আর্তনাদ,
একটা সমাধিতে এবার দাও মোদের ঠাঁই।