কত দিন হয়ে গেলো,
দুজনার কোন দেখা হয়নি।
দেখা কি হবে কভু?
তাও আমি জানি না।
দেখার আশায় থাকতে থাকতে,
অনেক বছর পর হয়তো একদিন,
দেখা হয়ে যাবে দুজনার,
কোন এক নির্জন পথের মাঝে।
সেদিন কোন একজনের হাত ধরে তুমি,
চলতে থাকবে ঐ পথ দিয়ে।
হঠাৎ যখন তুমি দেখতে পাবে আমায়,
কাছে এসে বলবে তুমি,
অনেক দিন দেখেনি তোমায়।
কেমন আছো? কোথায় থাকো?
একবারো কি মনে পড়ে না আমায়?
মিথ্যে হাসি দিয়ে তখন বলবো আমি,
চলে যাও তুমি,
কেউ দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়।
একটু অভিমান বুকে চেপে,
চলে যাবে তুমি তোমার গন্থব্যে।
একরাশ দীর্ঘশ্বাস ফেলে,
বুকে জমা হাহাকার নিয়ে,
আমিও চলে যাবো আমার পথে।
আর দুজনেই ভেবে নিবো সেদিন,
এটাই ছিল শেষ দেখা,
মিলবে না দেখা আর কোনদিন।