প্রথম যেদিন তোমায় দেখেছিলাম,
এক বৃষ্টি ভেজা দিনে।
লাল শাড়ী পরে আলতা রাঙ্গা পায়ে,
দাঁড়িয়ে ছিলে এক তরূর বনে।
অবাক চোখের দৃষ্টি দিয়ে,
দেখেছি তোমায় বিভোর হয়ে।
চুপটি করে তুমি রইলে চেয়ে,
বলোনি কথা কেনো যেন ভয়ে।
অমলিন হাসি তোমার,
লেগে ছিল ঐ বাঁকা ঠোঁটের কোনে।
এসে ছিল কত পাখি,
দেখতে তোমায় ঐ মিলনের ক্ষনে।
তোমার ঐ কালো কেশ,
যখন তুমি দিলে ছেড়ে।
মেঘ গুলো তখন লজ্জা পেয়ে,
অন্ধকারে গেলো ঘিরে।
হাজারটা স্বপ্ন তখন,
দিয়েছিলে একেঁ আমার এই মনে।
স্মৃতির ডাইরিতে থাকবে লেখা,
প্রথম দেখা তোমার সনে।