একদিন তোমার ঐ শহরে আর,
পড়বেনা মোর পদ চিহ্ন।
সব কিছু চুকিয়ে দিয়ে সেদিন,
তোমার শহর থেকে হয়ে যাবো ভিন্ন।

দাঁড়াতে হবেনা তোমাকে আর কোনদিন,
শহরতলীর ঐ রাস্তার মোড়ে।
তোমাকে দেখার আশায় আর কেনদিন,
আসবোনা আমি ঐ রাস্তায় ফিরে।

জমে ছিলো দুজনার যত লেনাদেনা,
মিটিয়ে দিয়ে যাবো সবি সেইদিন।
যেন কোন অজুহাতে আর,
তোমার কাছে আসতে না পারি কোনদিন।

তোমার ঐ ধূলো বালি জমা শহরে,
আমি ছিলাম একমাত্র নিকৃষ্ট জঞ্জাল হয়ে।
জঞ্জালের বসবাস হয় নাতো এই শহরের বুকে,
তাই এই শহর থেকে মুক্তি নিব চির বিদায়ে।