আমি যেখানেই গিয়েছি,
বারংবার ব্যর্থই হয়েছি।
বুঝিনি ছিলনা নাকি মহত্ব,
নাকি ঘটেছে কোন অনর্থ।
ভুলে বেঁধেছিলাম আশার বাসা,
ছিল সেথায় অপ্রাপ্য আশা।
তাই মোরে কইরাছে নৈরাশা,
নাকি ছিল এ কপাল সর্বনাশা?
যতবার ভেবেছে এই মন,
স্বপ্ন গুলো করব পূরণ।
গড়ার পূর্বেই ভেঙেছে মন,
স্বপ্ন গুলোর হয়েছে মরণ।
ছাড়িনি তবু প্রচেষ্টার হাল,
রেখেছি ধরে ধৈর্যের পাল।
হবে যে আবার নব সকাল,
খুলবে সেদিন পুড়া কপাল।