জীবনের সেই কৈশোর থেকে,
কাদঁছি প্রতিটা রাতে।
যেন কষ্ট গুলো রুষ্ট হয়ে,
চাবুক মারছে নিজ হাতে।

নিজেকে গড়ব বলে,
সয়েছি কতনা যাতনা তিলে তিলে,
কত দুঃখ কষ্টে পেয়ে,
ভাসিয়েছি বুক চোখর জলে।

একটু সুখের আশায়,
নিয়েছি কষ্টের বোঝা মাথায়।
সব বাসনাই হয়নি পূরণ,
জ্বলেছি তাই প্রবল ব্যথায়।

হয়তো কোন প্রবঁচন করে,
সুখ আমায় গিয়েছে ছেড়ে।
এই ভাঙচুর অতৃপ্ত আত্মা নিয়ে,
নিজেক তবু নিয়েছি গড়ে।

কষ্ট আমার জীবন সঙ্গী,
তাই কষ্ট কে নিয়েছি মেনে।
বুঝেছি কষ্ট বিনে সুখ হয়তো,
আসেনা কারো জীবনে।

আমি কত স্বপ্ন দেখেছি,
কত স্বপ্ন সাজিয়েছি মনে।
সবি যেন মিথ্যে ছিলো,
তাই ভেঙে গেছে ক্ষনে ক্ষনে।

সেই কৈশোর থেকে,
পারিনি যেতে কোন সুখের পথে।
কাটিয়েছি জীবন শুধু,
ব্যথা আর বিদ্বেষের রথে।

জানিনা আমার কপালে,
কি এমন আছে লেখা।
দুঃখ বিনে কভু আমি,
পাইনি সুখের দেখা।

আমি দুখের মাঝেও তবু,
সুখী হয়ে রয়েছি মানুষের ভিড়ে।
আমার এই যাতনা,
কেউ কোনদিন দেখেনি ফিরে।

দুঃখ যন্ত্রনা আজ আমি,
গিয়েছি সবি ভুলে।
সব যাতনাই দিয়েছি বিসর্জন,
দু নয়নের জলে।