অভিশাপ দিবো,
না না এমন টা ভেবো না।
নিশ্চিন্তে করো তুমি তোমার যাপনা।
আমাকে ছেড়ে তুমি,
থাকতে পারছো মহা সুখে।
তবে বলো তোমার আর কি হবে?
এমন ছোট খাটো অভিশাপে।
তুমি তো ছেড়ে গেছো শুধু আমাকে,
জড়াও নিতো কোন অধিক পাপে।
তবে কেনো জড়াবো তোমায় অভিশাপে?
এইযে আমার দিনগুলো কেটে যাচ্ছে,
দুখে না সুখে কখনো কি টের পাও?
না কখনো টের পাওনা।
তুমি তো হিসাবের খাতা নিয়ে বসনি তাইনা?
তাই কোন অভিশাপ তোমার সাথে যায় না।
এতোটা বছর ছিলে কাছে তখন কি দেখেছিলে?
দুখে ছিলাম না সুখে ছিলাম তা মেপে?
না মাপোনি,কেননা?
তোমার কাছে ছিল না কোন মানদণ্ড।
তবে বলো কেনো দিবো তোমায় অভিশাপের দন্ড?
এই যে আমাদের বিচ্ছেদের আত্মচিৎকার।
তার পুরোটা জুড়েয় তো অভিশাপের বিস্তার।
তবে কেনো তুমি আবার পোহাবে অভিশাপের দায়বার?
তুমি আর এসব ভেবো না,
আমি তোমায় অভিশাপ দেবনা।