.
ঐ সিংহাসনের মোহ ভুলে,
রাজ প্রাসাদের কাপট খুলে।
আবার একবার আয়না ফিরে,
আমার এই বুক পাঁজরে।
খুলে ফেল তোর পায়ের শিকল,
তুই তো আর নয়রে বিকল।
সব বাঁধা আজ চূর্ণ করে,
আমার কাছে আয়না ফিরে।
উড়ন ধূলি সাজিয়ে নিয়ে,
চলে আয় বিদায় হয়ে।
রাজ প্রাসাধের মোহ ছেড়ে,
আমার এই ছোট্ট নীড়ে।
তোর অভাবে রিক্ত আমি,
জানে শুধু ঐ অন্তরযামী।
পূর্ণতা আজ দে তুই মোরে,
ফিরে এসে আমার ঘরে।
তোর অভাবে নেই চোখে ঘুম,
দুচোখে ঝড়ছে বৃষ্টি ঝুমঝুম।
ফিরে এসে তুই দেখে যা মোরে,
বেঁচে আছি আমি কেমন করে।
আমায় কেন তুই কষ্টে রাখিস?
তুই কি বড় সুখে থাকিস?
কষ্ট আমায় করেছে অতিষ্ট,
ফিরে এসে তুই নিয়ে যা মোর কষ্ট।
চলে আয় তুই আমার দ্বারে,
হাটঁবো তোর হাতটি ধরে।
সাজাবো তরে নতুন রুপে,
দেবো ঠাঁই আমার এই বুকে।
পড়িয়ে দিবো রক্ত টিকা,
তোর কপালে যাবে যে দেখা।
জ্বালাবো হাজার প্রদীপ শিখা,
তোর নামটি থাকবে লিখা।