যখন সব পথ বন্ধ হলো,
বন্ধ হলো সকল দুয়ার।
ঠিক তখনি খুঁলে দিলে,
শিকল পরা পা দুটি আমার।

বলো এখন হাঁটব কোথায়?
যাবো কোন নীড়ে?
আবার পায়ে পরাও শিকল,
যাই অতীতে ফিরে।

ফিরিয়ে দিলে যা আমায়,
তা তো আমি চাইনি।
যেদিন আমি চেয়েছিলাম কিছু,
সেদিন আমি পাইনি।

বলো আমায় কেনো দিলে,
এমন মুক্তির স্বাধ?
আবার আমায় বন্ধি করো,
থাকুক কিছু বিষাদ।