কেমন করে কালো বলো,
তারে গাঁয়ের লোক?
দেখেছো কি চেয়ে কভু,
তার মায়াবী চোখ?
কালো কালো বলে তোমার,
মনো তৃপ্তি মিটে।
দেখো কি তখন জমে থাকে জল,
তার অক্ষি কোটে।
নয়নে নয়ন রেখে একটিবার,
দেখ তার পানে।
কালো আর বলবে না তুমি,
তারে কোন ক্ষনে।
কেশ কালো আধাঁর কালো,
যদি লাগে ভালো।
তার কালো রুপে কেনো,
দেখনা তুমি আলো?
কালো তো নয়রে সে,
বিধাতা দিয়াছে এমন রুপ তারে।
তার ঐ রুপ দেখে যেনো,
তোমারও অন্তর ভরে।
কালো তারে বলোনা আর,
তুমি কোন ক্ষনে।
তোমার কথায় রুষ্ট হয়ে,
সে যেন পায়না ব্যাথা মনে।