দুনিয়ার বুকে থাকে শ্রেষ্ঠ মানব,
আর মানবের বুকে ঘুমায় মানবতা।
অন্তরে থাকে প্রেম,
আর প্রেমে থাকে উদারতা।
মানবতা, উদারতা
সব কিছুর মূলে আছো তুমি বিধাতা।
তবুও মানুষ কেনো পারেনা করতে,
একে অন্যের সাথে সমঝোতা?
মানবের বুকে থাকে কত ভালোবাসা,
তবুও কেনো করে সে অন্যেকে নিরাশা?
রক্ত মাংসে গড়া মানব কত মহীয়ান,
তবুও যেনো হয়ে আছে পরিচয়ে বেইমান।
অন্যের অনিষ্টে মানব হয়ে যায় মহা অস্ত্র,
কিন্তু ভালোবেসে অন্যেকে দেখাতে পারেনা মহত্ত্ব।
অন্যেকে দিয়ে মানব শত প্রকার ধোকা,
ভাবে দুনিয়ার বুকে ছিল সেই বড় বোকা।
কত দিন খেলবে তুমি এই ধোকার খেলা?
দেখার জন্য আছে ঐ বিধাতার চোখ খোলা।
রক্ত,মাংসে গড়া দেহের হবে যে একদিন অন্ত,
কোথায় যাবে সেদিন তোমার করা সব ষড়যন্ত্র?