যত ভালোবাসা ছিল আমার,
সব তো তোমাকেই দিয়েছি।
এখন আমি হয়ে আছি,
ভালোবাসা শূন্য এক পাথরের মূর্তি।
হৃদয়ের সব ভালোবাসা,
তোমাকে দিয়েই শেষ করে দিয়েছি।
এখন হৃদয় আমার শূন্যতায়,
পূন্য হতে হতে টইটুম্বুর করছে।
শূন্য হৃদয় আর কোনদিন,
ভালোবাসায় পূণ্যতা পাবে না।
ভালোবাসাহীন থাকবে হৃদয় আমার,
কেউ কোনদিন ভালোবাসবে না।
কত রূপসী রমনী দেখি,
তোমার রূপের তুলনায় কেউ হয় না।
কত সুদৃশ্য ছিল তুমি তাই আমার চোখে এখন আর,
কোন রমনীই আটকে না।
আসলে আমার সব ভালোবাসা যে,
শুধু তোমাকেই দিয়েছি।
তাই অন্য কাউকে এখন আমি,
ভালোবাসা দিতে পারিনা।
আর আমার দেওয়া ভালোবাসা,
তুমি গ্রহন করেছো অবহেলায়।
তাই ভালোবাসাটা শেষে করে দিলো,
শুধু হেলায় খেলায়।
তোমার সুদৃশ্য চোখ,কেশ,
মূর্তি ন্যায় তোমার মুখমণ্ডল।
আমি তার পূজা দিতে পারিনি বলে,
নেমে ছিলো অবহেলার অঘটন।
তাই আমার দেওয়া ভালোবাসা,
নিমিষেই শেষ করে দিলে তুমি।
এখন ভালোবাসাহীন হৃদয় নিয়ে,
ধুকে ধুকে শেষ করছি আমাকে আমি।