কোন ভ্রমে আর কোন বেদনে,
হাজার লোকের ভীড়ে।
একটি পাখি ডাকছে যে হায়,
আহত পাখির সুরে।
নীড় ছেড়ে কি সঙ্গী তাহার,
গিয়েছে তবে উড়ে?
তাই না হলে কেউ কি কভু,
ডাকে এমন সুরে?
কোন সে দূরে গেলো চলে,
কোন আকাশে উড়ে।
নিঃস্ব হয়ে ডাকছে পাখি,
অহনির্শ জুড়ে।
মনের বেদন মনে থাকুক,
বক্ষে লেগে থাকুক দাগ।
শুনতে থাকো তোমরা সবে,
আহত পাখির ডাক।