প্রিয়তমা আমার হৃদয় কারাগার থেকে,
তোমায় দিয়েছি বেকসুর খালাস।
তুমি মুক্ত পাখির মত আজ,
ডানা মেলে উড়ো নীল আকাশ।
তোমাকে আর আসতে হবে না,
আমার হৃদয় কারাগারে বন্ধি হতে।
আমি মুক্ত করে দিয়েছি তোমায়,
যেন দূর অজানায় পারো তুমি যেতে।
প্রিয়তমা মুক্ত আকাশে আজ,
হোক তোমার ঠায়।
আমি হৃদয় কারাগার থেকে,
বেকসুর খালাস দিয়েছি তোমায়।
তুমি বন্ধি জীবন নিয়ে,
করোনা আর বসবাস।
তুমি তো হৃদয় কারাগার থেকে,
পেয়েছো আজ বেকসুর খালাস।
আর তোমার খালাসিয় জামিন দিয়ে,
আমার হৃদয়টা পাচ্ছে বারবার দন্ড।
কারন হৃদয়ের না বলা কথা গুলো,
পেয়েছে যাবত জীবন কারাদণ্ড।