প্লাবিত বন্যায় যেভাবে,
ভেঙে পড়ে যায় বালির চর।
আমার বুকের মাঝে তেমন বর্ষা,
হৃদয় যেন প্লাবিত হয়েছে বন্যায়।
ভিতর পানে চেয়ে দেখি তখন,
আমার হৃদয় ভেঙে হয়েছে ছারখার।

চৈত্রের তীব্র রোদে মাটি যেমন,
চৌচির হয়ে যায় ফেঁটে।
চারদিক হাহাকার করে,
একটু জলধারা পেতে।
আমার ভিতরে কখনো এমন চৈত্র মাস,
হৃদয় জুড়ে থাকে শুধু খড়া আর হাহাকার।

আষাঢ়ের কালো মেঘ যেমন,
ছেঁয়ে থাকে নীল আকাশের বুকে।
আমাকে তেমনি ঘিরে রেখেছে,
ঘোর কালো মেঘের ছায়া।
আমার চলার পথে তাই,
দেখি শুধু ঘোর অন্ধকার।


বুকের ভেতর এক কাল বৈশাখীর ঝড়,
ভিতর জুড়ে শুধু অভাব আর অনটন,
চোখ গুলো হয়ে আছে নিদ্রাহীন,
প্রতিটা নিঃশাসে বের হয় এক দীর্ঘশ্বাস।
আমার ভিতরে এসব ভাঙচুর দেখে,
শুনেছি আমি কত জনের মুখে।
এ কেমন উন্মাধ ভিতর জুড়ে ভাঙ্গাচুরা,
কেউ বলেছে আবার এতো এক দিশেহারা।

অসহ্য যন্ত্রনা আমার ভিতর জুড়ে,
ভেঙে চুরে হৃদয় হয়ে গেছে ছারখার।
একটি বার তুমি ফিরে এসে দেখো,
এ কেমন বেঁচে থাকা আমার।