সেই দিন ছিল,
২০১৯,৭ই জুন।
তোমার হাতে হয়েছিল,
আমার আত্মার খুন।
সেই দিন ছিল,
এক অভিশপ্ত দিন।
তুমি হয়েছিলে সেইদিন,
অনেকটা হীন।
সেইদিন হয়েছিল,
অধিক অত্যাচার।
আসেনি কেউ করতে,
অত্যচারীর প্রত্যাহার।
মাঝ সাগরে সেদিন আমায়,
দিয়েছিলে তুমি ছেড়ে।
অকূল আবেদনেও,
তাকাওনি একটিবার ফিরে।
কতজনের কাছে সেদিন,
বাড়িয়েছি সাহায্যের হাত।
আসেনি কেউ কাছে আমায়,
চেয়েছে করতে আমায় নিপাত।
কি এমন অভিশাপ,
ছিল সেই দিনে?
পুড়াতে হলো মন আমার,
তীব্র এক আগুনে।
সেইদিন রাত ছিল ,
নিদ্রাহীন এক রাত।
দুঃখ অভিমান পোহাতেই,
হয়ে ছিলো এক নতুন প্রভাত।
যত সুখ শান্তি ছিল জীবনে,
সবি তা দূরে থাক তুমি এসো ফিরে।
এমন বাসনায় জপেছি সেইদিন,
আরাধনা ছিলো সব তোমাকে ঘিরে।
বলেছি বেদনা ভরা এমন দিন,
যেনো আসে না কারো জীবনে।
মৃত্যুর চেয়েও অধিক জ্বালা,
হয়রে বিরহের মরণে।