তৃতীয় বিশ্বের দেশগুলোতে
সরকার বন্ধু হয় না জনগণের
এরা সেবাদাস সম্রাজ্যবাদের।
শোষণের বীজ রোপণের
বিচিত্র কলাকৌশল
এখানে বড়ই সুশৃঙ্খল।
আইন, বিচার ও শাসন
এখানে শোষকের পক্ষের শক্তি চিরকাল।
জনগণের ভাগ্য পরিবর্তন
এখানে অদৃশ্য অন্তরাল।
টাকার মূল্যে সবকিছুই
এখানে ক্রয়-বিক্রয় হয়।
মানবতা এখানে বড়ই অসহায়।
সেই বন্দি শিবিরের
বন্দি আমি।
এখানে শয়তানের মুখোশ পরা
সৈন্যদের অত্যাচারে আমি
প্রতিদিন রক্তাক্ত হই।
ক্লান্ত চোখে তাকাই...
এখানে বসন্ত আসে না বহুকাল
এখানে ঈশ্বর আসে না দীর্ঘকাল।