ঠোঁটে ঠোঁট ডুবিয়ে
জীবন ভরে দেবে
আদরে আদরে
মাধুরী-
তুমি কথা দিয়েছিলে
কথা রাখোনি...
মাস বছর যুগ পেরিয়ে যায়
তোমার দেখা মেলে না
এমন তো কথা ছিল না
নীল খামে চিঠি আসে না
এমন তো কথা ছিল না
আমাকে একা ফেলে
ঐশ্বর্যের মোহনায় যাবে চলে
এমন তো কথা ছিল না
কষ্টের বারান্দায়
নির্ঘুম রাত কাটে আমার
মাধুরী-
রাতের জলজ্যোছনায় কত ভিজেছি
দু’জন
মনে পড়ে কি তোমার?