লাল-সবুজের পতাকার নিচে
প্রতিবাদের মাঠে-
আমি ছাব্বিশ বছর দাঁড়িয়ে।
কত ঘটনা, কত কথা, কত ব্যথা
হৃদয়ের ভেতর-
নদীর স্রোতের মত বইছে।
এলোমেলা বাতাসে-
ইতিহাসের পাতাগুলো উড়ছে
শকুনেরা উল্লাসে নাচছে।
আমি নির্বাক চোখে দেখেছি-
ওরা দু’হাতে লুটেছে-
ভাষা
সংস্কৃতি
সংবিধান
আর
স্বাধীনতার ফসল।
‘ওরা’ ফুলের বাগানে
দিনের পর দিন
রাতের পর রাত
আগুন জ্বেলে দিয়েছে।
মাঝ রাতে-
বুটের খটাখট শব্দে-
আমার হঠাৎ ঘুম ভেঙ্গেছে
তারপর।
‘ওরা’ আমায় চাবুক মেরেছে।
চাবুকের আঘাতে-
আমি
বার
বার রক্তাক্ত হয়েছি।
তবুও হিমালয়ের মত দাঁড়িয়ে থেকেছি।
আমি দেখেছি এখানে-
বাতাসের পদভারে সব দুলছে
ক্ষুধার আগুনে সব জ্বলছে।
ছাব্বিশ বছরে-
জেগে উঠেছে লক্ষ মীরজাফর
অথচ-
মুখ ফুটে কেউ বলছে না
ওরা সবাই চোর।
ভণ্ড রাজনীতিবিদদের
কেউ সেজেছে ‘মুক্তিযোদ্ধা’ কেউ
‘রাজাকার’
এই লড়াই রোজকার।
দুর্নীতিবাজ ব্যবসায়ী
ঘুষখোর আমলা
অর্থনীতির বাগানে
কৌশলে দেয় হামলা
জনগণ এখানে হয় কামলা।
একাত্তরের শহীদের নামে
‘ওরা’ ব্যবসা করেছে।
আমি চিৎকার করে
প্রতিবাদ করলাম-
কাঁটার আঘাতে রক্তাক্ত হলাম
কেউ তাকালো না।
তবুও প্রতিবাদের মাঠে
আমি একা দাঁড়িয়ে
দীর্ঘ ছাব্বিশ বছর করেছি পার।
এবার হিসাব নেবো সব পাওনার।