তোমার কথা মনে পড়ে;
আমি এইসব দিনরাত্রির হিসেব ভুলে যাই।
বেশিদিন তোমাকে না দেখে থাকলে আমার অস্বস্তি হয়,
কিছু ঝাপসা পিছুটান ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে।
ভুলে যেতে যেতে আমার মনে পড়ে বহুদিন তোমাকে দেখি না।
এই দশমী তিথির সন্ধ্যায় বিসর্জনের পর দেবালয় যেমন শূন্য,
আমার চারপাশেও শূন্যতা লেগে থাকে এইসব হৈ হুল্লোড়ের দিনে।
আগের বছর কি মহানবমী ছিল এই দিনে?
তুমি ভুল করে একবার তাকিয়েছিলে আমার দিকে?
সেই চাপা খুশির বন্যায় একটি বছর কেটে গেলো আমার।
অথচ তুমি আমার কথা মনেও করনি কখনো।
তোমাকে কখনওই স্পর্শ করেনি আমার দুঃখ অথবা আনন্দ।
আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করি।
ঘৃণা করতে করতে আমার মনে পড়ে,
ভীষণ ভালোবাসি বলেই
তোমাকে ঘৃণা করি কথাটি বারবার উচ্চারণ করতে হয়;
তোমাকে ভালোবাসতে বাসতে; তোমাকে ভালোবাসা,
আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে।
একমাত্র তুমি ছাড়া অন্য কাউকে আমি বেশিদিন মনে রাখতে পারি না।
তোমার কথা মনে পড়ে;
আমি আপাদমস্তক বেদনার সমুদ্রে ডুবে যাই।
সমস্ত পৃথিবীকে শুনিয়ে একবার বলতে ইচ্ছে করে;
পূর্ণামৃতা, আমি তোমার মতো মায়াবতী কাউকে দেখিনি।


৩০/০৯/১৭