গতানুগতিকের বিপরীতে;
হেঁটে গেছি বিনিদ্র রাত,
শিশুর মতই ভুলে গেছি-
বালুচরে ঢেউয়ের আঘাত।
তুমুল শব্দে উড়ে গেলে পাখি-
যে নিরবতা আচ্ছন্ন করে রাখে,
তেমনি আমিও। বিশ্বাস না হয়;
ভেঙ্গে চুরে আজ দেখে যাও আমাকে।
যেহেতু গভীর চিন্তায় খুঁজিনি-
এখনো নরক নামের স্বাদ,
'ভুল করে তোমাকেই ভালোবেসেছি'
এ আমার শেষ অপরাধ।।
১৩/০৭/১৭
দরগা মহল্লা, সিলেট।