তুমি তখন দস্যি মেয়ে খুব,
তোমার প্রতি আমার ভীষণ ক্ষোভ।
তোমার মাথায় দস্যিপনা জাগে;
আমার তখন গা জ্বলে যায় রাগে।
যখন তুমি মিষ্টি মেয়ে হলে-
নাম লিখালাম আমি কবির দলে।
তখন আমার বিশুদ্ধ প্রেম তুমি,
তোমায় দিলাম বুকের সতেজ ভূমি।
যখন তুমি ভীষণ শান্ত মেয়ে,
আমি ব্যস্ত লেখা-পড়া নিয়ে।
চাকরি-খুঁজে ছাড়ব যবে বাড়ি,
তোমার মাথায় উঠল সিঁদুর-শাড়ী।