পূর্ণামৃতা, দুঃস্পর্শ স্বপ্নের ধ্বংসাবশেষে
চাপা পড়ে গেছে তোর অবয়ব।
অন্ধকারে চিবুক স্পর্শ করে নরম দুঃখ।
মৌনতা গিলে নেয় ঝিঁঝিঁদের গান।
তুই বলেছিলি নিশাচর মেঘেদের থাকে
নিজস্ব ডাকবাক্স।
তারপর থেকে আধাঁরের সাথে আমার সখ্যতা।
ঘুমন্ত শহরের বুকে এক ফালি চাঁদ
নিশ্চুপে মেঘেদের ভাঁজে রাখি নির্লিপ্ত চোখ-
না, আজও তোর কোন প্রত্যুত্তর আসেনি।
প্রত্যুত্তর
২৫/১১/১৬