ছোট্টবেলার স্মৃতি (চতুর্দশপদী কবিতা)

       - সনজয় বিশ্বাস শান্ত

খুব মনে পড়ে আজ, ছোট্টবেলাটাকে
নদীর তীরে বসে থাকা পূর্ণিমা রাতে,
ঘুম ভেঙ্গে জেগে ওঠা পাখিদের ডাকে,
রোদ্দুর পোহানো, সেই শীতের প্রভাতে।

মনে পড়ে কত স্মৃতি ব্যস্ততার ফাকে,
বন্ধুরা মিলে কত যে বেলা অবেলাতে
এলোমেলো পথ হাটা হাত রেখে হাতে
তরী নিয়ে ঘুরাঘুরি তটিনীর বাঁকে।


ফিরে তো পাব না সেই ছোট্টবেলা আর
নেইতো কিছুই আর আগের মতন,
মনে তাই জমে আছে বেদনা হাজার
অবুঝ আগের মত নেই কারো মন।
অশ্রু আনে, স্মৃতি গুলো দু চোখে আমার
ছোট্টবেলার স্মৃতি শুধু কষ্ট এখন।।

মিল বিন্যাস
_ _ _ _ _ _ _ _
কখকখকখখক গঘগঘগঘ।

অষ্টক
_ _ _ _ _ _
ভাবের প্রবর্তনা।

ষষ্টক
_ _ _ _ _ _ _
ভাবের পরিনতি।