কাগজের এক নৌকা আমি, তুমি নদীর অন্য পার;
তুমি পর্যন্ত পৌঁছানো তো ভাগ্যে নেই আমার।
প্রকান্ড সব উর্মিমালা আসছে আমার দিকে,
ক্ষণে ক্ষণেই মিশব আমি তটিনিটার বুকে।।
শেষ সময়েও তোমায় আমি, দেখব দুচোখ ভরে
একটুও নেই কষ্ট থাকব তোমার অদূর-দূরে।
একটু পরেই শেষ হবে মোর, স্বপ্ন নিয়ে খেলা
খুব অপরুপ লাগছে তোমায় এই গোধূলি বেলা।
ভাঙ্গবে তুমি, গড়বে আবার থাকবে নিজের মত।
স্রোতের টানে অবশিষ্ট মোর ভাসবে অভিরত।
হয়তো আবার একটু পরেই, মিলিয়ে যাব আমি
তোমার জন্যই বিলুপ্তি মোর, জানবে নাতো তুমি।
একটাই তো আনন্দ মোর আমিই শুধু জানি;
তোমায় আমায় ছুঁয়ে আছে এইতো একই পানি।
নিভৃতে শুধু ভালবেসেছি তারে বলতে পারিনি কভু,
তাই বলে যদি কোন পাপ হয়, ক্ষমা করে দিও প্রভু।।