নদীর কান্না শোনে না অবুঝ
বোঝেনা কি তিষা,
হয়তো বিপথে রাতদিন ঘুরে
হারিয়েছে দিশা!০১
ফুলের সুবাস পেয়েও কি বুঝি
ফোটার বেদনা?
জোছনায় আমোদিত প্রাণগুলো
বোঝে না জোছনা!০২
ফল খেয়ে আনন্দে ভাবিও না
কি আত্মদান,
মিলনানন্দে ভুলি বঞ্চনা
কত অভিমান!০৩
খাদ্য-গন্ধে ভুলে যাই সব
ক্ষুধার কি জ্বালা,
চিরদিন কাঁদে বিফল রোদনে
বিরহীর মালা!০৪
আজন্ম সুুখে ভুলে যাই কত
দুখীর কষ্ট,
মানবতা ছেড়ে কত শত জন
হয়েছে ভ্রষ্ট!০৫