হৃদয়-হরা আলো জ্বলেছিল রবীন্দ্র-সদনে
নজরুল-ভূবনে বেজেছিল শাণিত বিষের বাঁশী,
ক্ষুধার রাজ্যে পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি সুকান্ত-দর্শনে
মানব-চেতনা জাগানী তারাই যুক্ত-কন্ঠ অবিনাশী!

রবীন্দ্র আলো প্রভাদীপ্ত জীবনের অন্ধকারে
দলনে-পীড়নে নজরুল রণসঙ্গীতে জাগায়,
মৃত্যু ক্ষুধায় সুকান্তের অগ্নি ইশারা খাদ্য-ভান্ডারে
তাই তারাই জীবন-বান্ধব বাস্তবের নিশানায়!

মানুষ চিনে রাখেনা সুরেলা বনের পাখী-
কিন্তু ভাবুকের চিত্ত দোলায় তার আনন্দ গান,
ঐ কবিত্রয়কে জাতিসত্বায় আমরা কতটুকু রাখি-
কতটুকুই বা মূল্যায়ন করি জীবনে তাদের অবদান?

চোখ থাকতে আমরা বুঝিনা চোখের মূল্য
চোখ হারালে দেখি তার অন্তঃস্থ আলো,
এমন জীবন মানুষের ঘৃণ্য, নির্বোধ তুল্য-
তাই তেল থাকতেই শিখা নেভায় অন্ধকার-কালো!

তাই হৃদয়ের আলোতে ঝলকিত হোক জীবনের সুর
জাগ্রত চিত্তে বঞ্চনা জয়ে মানুষ জাগুক অনিরুদ্ধ,
বাস্তবে অনুসৃত হোক সুকান্ত-নজরুল-রবিঠাকুর
কাব্যময় সমৃদ্ধ জীবন গড়ুক উন্নীত বিবেক যুদ্ধ!