তিলোত্তমা নারীর কালো তিল
লাবণ্যের যাদুতে মাতায় নিখিল
কালোর গৌরব
জাগায় কলরব
রূপের বৈভব
মুগ্ধ করে-
লালিত্যে-গর্বে কালোর মহিমা তুলে ধরে!০১
কালোর গর্বে এক উত্তমা নারী
সমাজের কালোতে চায় উত্তম রকমারি
কালো ছড়াক আলো
আরো মাধুরী ঢালো
জীবন জোড়ালো
এগোক সামনে-
বৈরী ঘরে গন্ধ ছড়াক মল্লিকা বনে!০২
সবুজের বুকে মড়কের উদ্ভাস
মুছে নিক কালোর নূতন ইতিহাস
কালোর নিখিলে
আলোর মিছিলে
উন্মুক্ত দিলে
আলোকিত সমাজ-
গ’ড়ে তুলুক কৃষ্ণ কালোতে সভ্য কারুকাজ!০৩