জীবনে টাকার দরকার হ’লে
জ্ঞান বা উপদেশ নেয় না কেউ
অথচ ঐ জ্ঞনোপদেশই কিন্তু তোলে
অভাবের সমূদ্রে অঢেল টাকার ঢেউ,
এই বিজ্ঞানের দুয়ার খোলে মৌমাছিরই দীক্ষা-
তাকেই বলে শিক্ষা!০১
ঠান্ডা হতে হতে এক সময় জল
পাথরের মত হয়ে যায় বরফ জমা
দুঃখ-শোক জীবনকে কাঁপায় অনর্গল
সে কাঁপনে কি বেদনে ঋদ্ধ প্রিয়তমা,
সব দুঃখজয়ে জীবনে চাই প্রাজ্ঞের সমীক্ষা-
তাকেই বলে শিক্ষা!০২
নিজের জন্য ফুলের নেই কোন কামনা
আবার সবার আনন্দে পাখীরা গায় গান
তাই অন্যের সুখে নিজে সইবো বেদনা
জনহিতে মুক্তচিতে করে যাবো আত্মদান,
শুধু কলেজ নয়, পাসও করাবো বাস্তব পরীক্ষা-
তাকেই বলে শিক্ষা!০৩
বিশ্বের অধিকাংশ মানুষই স্বার্থপর
তার চাইতে ভয়ংকর যদিবা মনুষ্যত্বহীন
তাই নিজে নিরাশ্রয় হয়েও বাঁধবো অন্যের ঘর
পরার্থে নির্জের স্বার্থ বিকাবোই অমলিন,
মাতৃস্তনের মূল্যে বুঝবো যত ত্যাগ ও তিতিক্ষা-
তাকেই বলে শিক্ষা!০৪
চন্দ্র-সূর্য-বায়ূ-নদী ও নীলাকাশ
নৈসার্গিক সাম্যে-রম্যে সতত ক্রিয়াশীল
ফসলী মাঠ যোগায় সবার মুখের গ্রাস
ব্রতচারী মেয়ে বিষ পানে এগোয় কন্ঠনীল,
এমন জীবন হৃদয়ে জাগাক সবার প্রতীক্ষা-
তাকেই বলে শিক্ষা!০৫