সুন্দর এ পৃথিবী প্রায় মিথ্যা তামাসায় চলে-
সমস্তই তাই এখানে আজ মিথ্যাময়,
গোলাপটিকে ঢেকেছে আজ কাঁটার তীক্ষ্মতা
সত্য কাঁদে তাই মিথ্যার পায়ে-বিজ্ঞের বিস্ময়!০১
এমনিতেই মায়ার সংসার মোহ মায়ায় চলে-
এই মায়ার গভীরে বাস করে মিথ্যা বা অলীক,
সেই মিথ্যার দুর্বৃত্তায়ন ঘটিয়েছে চলমান মিথ্যাকাল
জীবন-দর্শন ঢেকে দুর্জয় হাসে এখানে মিথ্যা সাংঘাতিক!০২
কলিকাল হলো মিথ্যা ও বিনষ্টকাল-
এখানে সত্যকে চেপে বসেছে মিথ্যা দুর্মতি,
সুন্দর বিপর্যস্ত ও ধর্ষিত আজ কদর্যের আঙিনায়
পাপে-তাপে ক্রমশঃ তাই বেড়েই চলেছে বিশ্বের দুর্গতি!০৩
কাব্যিক সুন্দর নিসর্গকে আজ কখনো মনে হয়-
কামোন্মত্ত-বিবস্ত্র-ভ্রষ্টনারী,
রক্ত ও অশ্রুস্রোতে এখানে সাম্পান বায় ভ্রষ্ট-পূরুষ
ভ্রষ্ট ও নিকৃষ্টই উৎকৃষ্ট আজ বাতাসে তোলে আহাজারী!০৪
সহজ নিঃশ্বাস তাই অবিশ্বাস্য অবরুদ্ধ আজ-
প্রার্থণারত নর-নারীর প্রকম্পিত আঙিনায়,
পশু-পাখীর কল-কাকলিতে ভাসে যুগের যত যন্ত্রণা
নদীস্রোতে বহে জনতার কান্না বিদ্রোহের কবিতায়!০৫