নাগিনী ছোবলে তুমি ছিলে পাশে
                  আজো তা ভুলিনি,
      বিষের জ্বালায় অমৃত ধারায়
                      মরণ দেখিনি!০১

    বিবিধ কষ্টে পাশেই থেকেছো
                       সূর্যের প্রেমে,
      বাঁচালে আমায় আঁধারে বন্ধু
                   চাঁদ হাসে নেমে!০২

তোমায় পেয়েছি জীবনে আমার
                      বাঁচার আশ্রয়,
      দুঃখ হতাশায় সুখের মাধুরী
                    দিয়েছে অভয়!০৩

   ছোট এ জীবনে জনমে জনমে
                   পাশে যেন পাই,
সব প্রয়োজনে তুমি থাকো মনে,
                   সদা দেখে যাই!০৪

গোনা দিনগুলো ধীরে চলে যায়
                     ব্যথা আনচান,
    জানিনা কখন হারাবো জীবন
                      পথ অফুরান!০৫

        এমনিতো চাই সুপ্রিয় বন্ধু
                     প্রিয় নিকেতন,
    মরণের আগে জোটে অবিরত
                     প্রেম আর ধন!০৬