দুঃখের গভীর অন্ধকারে-
সুখের কাঙ্খিত আলো দেখা যায়,
দুঃখের অভিসার পোঁছে দেয় সুবর্ণ দুয়ারে
সুখের স্বর্গ তখন ডাকে রমণীয় ইশারায়!০১
দুঃখের অর্ঘ্যে সুখের সাধনা হয়
দুঃখই সুখের হিতৈষী পথ প্রদর্শক,
দুঃখের মনোরথ রক্তাক্ত হলেও নির্ভয়
দুঃখই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক!০২
পরাজয়ের গ্লাণিতে উড়েও বিজয় নিশান
পরাজয়ই জয়ের মহিমা জাগায় নিশ্চিত,
জয়-পরাজয়ে সতত উন্নীত জীবনের সংবিধান
পরাজয়ই প্রস্তুত করে শুভ বিজয়ের প্রেক্ষিত!০৩
পরাজয়ে শপথ ধ্বনিত হয় চিত্তে
ব্যর্থ প্রেমিকাও অভিসারে শক্তি পায় নবায়িত,
ক্ষয়ের বেতাল ছন্দ মুছে যায় জয়ের লালিত্যে
নবোদ্দমের স্পন্দিত মুখে বিজয়ও বিঘোষিত!০৪
সুখ অথবা দুঃখ, জয় অথবা পরাজয়
জীবনের পাতায় পাতায় লেখা থাকে,
দুঃখের সাধনায় সুখ ডিঙ্গোয় সকল অবক্ষয়
পরাজয়ের গ্লানি বিজয়ে হাসায় বীরাঙ্গনা সত্বাকে!০৫