অনেক মানুষই তো মানুষ নেই আজ
বন্যরাও বোধ হয় বিক্ষুব্ধ এ জন্য,
নিজেই জন্মের শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে-
তারা নিকৃষ্ট কিছু করে হেয় প্রতিপন্ন!

জীবনের মধু সঞ্চয় না করে অনেকেই
বিষ লালন-পালনে হয়ে যায় বিষাক্ত,
নষ্ট নারীর ভ্রষ্ট পথে তা বিষাক্ত করে জনারণ্য
রক্তাক্ত পথে ভ্রান্ত পূরুষ সমাজকে করে রক্তাক্ত!

জীবনের বিষ ও মধুর মতই পাশাপাশি থাকে
এবং একই রকম দেখতে কাঁচ ও হীরা,
হীরা ফেলে কাঁচ আঁচলে বেঁধে নিলে
কাঁচের খোঁচা নিশ্চিত জাগাবেই মনোপীড়া!

শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব সাধনায় প্রকটিত-
চিন্তা, কথা ব্যবহার ও কাজে,
ফুলের গন্ধ ও শোভায় মনুষত্ব বিকশিত
এমন মানুষই প্রয়োজন সব বিপন্ন সমাজে!

আলোকিত প্রাণের সুশীল সভ্য মানুষই-
আশরাফুল মখলুকাত-নরদেবতা-শ্রেষ্ঠ সৃষ্টি,
পাশবিক হিংস্রতা ডিঙ্গোতে পারলেই কেবল-
ফুটে ওঠে মহিমান্বিত মানবিক শুভ দৃষ্টি!