জীবনের সূর্য ডুবে যাবে একদিন
অন্ধকার নেভাবে দীপ্যমান দীপ
প্রিয়ার সান্নিধ্যও পালকে ঝরে যাবে,
মাটিতেই মিশে রবে মাটির দেহখানি
পাখীর কণ্ঠ ঢেকে দেবে বিদায়ী লহরী
দাম্ভিক নির্মমতাও মাটির গন্ধ পাবে!
হবেও না দুজনের কাঙ্খিত মিলন
ঝড়ো হাওয়ায় পাতার মলিন পতন
খুঁজে ফিরবে রাধার বিরহ কৃষ্ণের ঠিকানায়,
খচিত নক্ষত্রের মিটি মিটি হাসি
সমাধির ঘাসে দোলে ব্যর্থ উদাসী
ইতিহাস-মেয়েও বাঙময়ী সভ্যতার পাতায়!
জীবনে দর্শনে মননে-অশ্রুজলে দেখে নিও-
‘ডাগর লতায় উলঙ্গ দংশন’- তা চাও কি প্রিয়?