বুক আর মুখ এক হলে-
সত্যনিষ্ঠা প্রতিভাত হয় সত্যাশ্রয়ীর,
মিথ্যা ও কদর্য হারায় ঝরাপাতাদলে
সুন্দরের মাধুর্য ফোটে তখন লাবণ্যময়ীর!০১

পরমপ্রভূর আনন্দলোক-
সত্য ও সুন্দরে কাব্যিক মোড়া,
তা দেখে বিমুগ্ধ যত জ্ঞানীগুণীর দিব্যচোখ
চন্দ্র্র্র্র-সূর্যও প্রমত্ত ছড়ায় সে পরমত্ব বিশ্বজোরা!০২

গ্রহ তারা বায়ূ নদীস্রোত-
সতত সর্বত্র ছড়ায় মহাসাম্যের বাণী,
সাম্য-রম্য প্রকাশিত অদম্য সৃষ্টিতে ওৎপ্রোত
নৈসর্গিক উপাদানে বিচিত্র জীবনে জাগে সে বার্তাখানি!০৩

কবিসত্বা বিনাশে কবিত্ব ছড়ায় সে বার্তা প্রাণবতী-
শ্রেষ্ঠ কবিরা ফোটায় তা যেমন নজরুল ও রবিঠাকুর,
অবিনাশী সে সৃষ্টিতে উন্মুখ বিশ্বের মহীয়ান-মহামতি
সবার বাণীতেই ঝরে বিশ্বপতির এক সুর সুমধুর!০৪

জ্ঞানী ও গুণীর সত্যের সে সাধনা-
সৃজনশীল প্রতিভায় বিকশিত সমস্ত সৃষ্টিতে,
এ সমস্ত কর্মকান্ডে থাকে সেই বিশ্বপ্রভূর প্রোণদনা
মরুভূমিও যেখানে ফলবতী জলবতী মেঘের বৃষ্টিতে!০৫