সত্যের স্থান মুখে নয়-বুকে
মিথ্যা কিন্তু সর্বত্রই স্থান পায়,
কারণ-বিনষ্টকালের দৃষ্টি ভ্রষ্টা নারীর দিকে
যারা কথা বলে সত্য ঠেলে নির্মম পাশাবিকতায়!০১
সত্য-মিথ্যার দ্বন্দ্বেই প্রতিষ্ঠিত
এ অনন্ত সৃষ্টির অবিনাশী ইতিহাস,
আজকের সে দ্বন্দ্ব মিথ্যাতেই বিমোহিত
সত্য নামে মাত্র প্রতিদ্বন্দ্বি-উঠেছে নাভীশ্বাষ!০২
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হৃৎপিন্ড আছে-
সার্বক্ষণিক ক্রিয়াশীল কিন্তু ছোট আয়তনে,
অথচ যে অঙ্গ বিকলে মৃত্যু আসে কাছে
যার গুরুত্ব ও মহিমা সুনিশ্চিত শীর্ষস্থানে!০৩
ঐ হৃৎপিন্ডটাই সতত প্রত্যয়ী সত্যের মত
আজকের নাভীশ্বাষেও তা প্রতিযোগে চুড়ান্ত বিজয়ী,
মিথ্যার ক্ষণিক জয়ে যদিও মিথ্যাচার পুরস্কৃত
তথাপি সত্যই অনাদিকালের কন্যাও জ্যোতির্ময়ী!০৪
পৃথিবীর মতই সত্য ও মিথ্যা সুপ্রাচীন
কিন্তু সত্য করেছে বিশ্বের সকল মহৎ সৃষ্টি,
মিথ্যায় সৃষ্টি মিথ্যাকাল কাঁচের স্বর্গেই হবে বিলীন
সত্য সেখানে হীরক দ্যুতিতে গড়ে যাবে শাশ্বত কৃষ্টি!০৫