মিষ্টি মিষ্টি মহামিথ্যা কথা
অধিকাংশ মানুষই গ্রহণ করে,
কিন্তু সত্য সেখানে অনাদৃত যদিও থাকে বাস্তবতা
ভোরের পূর্বরাগ বিশুদ্ধ বাতাসে সত্যকে তুলে ধরে!০১
শুভ্র-কুমারীর শ্রদ্ধধ্যানে সত্য এগোয়-
মিথ্যাকে দ’লে যায় তা অটল সূর্য-শপথে,
নিজের অঙ্গকান্তি কমই ফোটে চোখের আলোয়
কালোত্তীর্ণ ভাষ্কর্যের কাব্যময়তা ফোটে এই সত্যে!০২
দৃশ্যত যদিও মিথ্যার জোর বেশী
সত্য এতে ক্ষণিক বাকরুদ্ধ হলেও নিস্ক্রিয় নয়,
করিৎকর্মা মিথ্যাচারে বেড়ে ওঠে স্বার্থান্বেষী
সত্য বাধাপ্রাপ্ত হলেও চলে সুস্থীর ও নির্ভয়!০৩
যদিও কখনো মিথ্যার উঠোনে
সত্য অসহায় হয়ে ভিক্ষা চায়,
তথাপি মিথ্যার ভীত তার পরাধীন গৃহকোণে
আর সত্য চলে নির্ভীক, বিজয়ী স্বাধীন পতাকায়!০৪
ক্ষণিক বিজয়ে মিথ্যা উল্লাসী
সত্য অবিনাশী প্রভাদীপ্ত, চির আগুয়ান,
সত্যের বলিষ্ঠ অভিযাত্রায় সন্ত্রস্থ মিথ্যা আগ্রাসী
মহাকালের ইতিহাসে আবিশ্ব ভাসে সত্যের জয়গান!০৫