আমরা পকেটের পয়সায় মিথ্যা কিনি
কিন্তু বিনা পয়সায় নিইনা যাচিত সত্য,
চিনির বলদ চেনে না তার বোঝায় চিনি
মিথ্যার ফাঁদে তাই গুমরে কাঁদে অমৃত তত্ব!০১
বিনষ্ট কাল ভেজালে উতাল মিথ্যায় চলে
জনারণ্য থেকে সত্য হয়েছে প্রায় নির্বাসিত,
জনারণ্য তাই কাঁদে মিথ্যার যাতাকলে
কর্মে, জ্ঞানে, সম্মানে বুঝি মিথ্যাই প্রকটিত!০২
বর্তমান সমাজ অঙ্গের প্রতি ভাঁজে ভাঁজে
অকাম্য অপশক্তি করছেই দোর্দন্ড মহাপাপ,
সূস্থ্য সমীর বহে না তাই অসূস্থ্য সমাজে
জলবতী মেঘ উড়ায় দ্রুতবেগ অদম্য বহ্নিতাপ!০৩
রূগীর মুখে সুস্বাদু খাবার ও লাগে বিস্বাদ
সত্য তেমনই অনাদৃত আজ মিথ্যার দাপটে,
কিন্তু সত্যজোয়ারে টেকে কি মিথ্যা বালুর বাঁধ-
কুল না গড়ে শুধু ভাঙ্গন চলে কি উর্মিল নদীতটে??০৪
শত ভাঙ্গা কুঞ্জে ও একদিন আসে ফুলের মৌসুম
মিথ্যার স্বৈরাচার মুছে সত্যও পাবে উন্মুক্ত অধিকার,
জনপদে ভাঙ্গবেই একদিন মিথ্যার ঔষধি ঘুম
সত্যের জয় বাতাসে বয়- শুনি পাখী গায় বারবার!০৫