কেউটের বিষ তার দাঁতে থাকে
কিন্তু শ্রেষ্ঠজীবের বিষ থাকে অন্তরে,
কথা ও কাজে সে বিষাক্ত করে সমাজটাকে
ফুলহীন কুঞ্জবীথি তাই বিলাপে শুকিয়ে মরে!০১
নিসর্গ ললনার কুমারী শুভ্রতায়-
ফুলের শাখে শুনি কত পাখীর গান,
সে মাধুর্য পৌঁছেনা বুঝি হিংস্রের আঙিনায়
ফুলের মধু ও তাই সে চিত্ত করে না মহীয়ান!০২
সেবিকার সেবায় বহমান ঝর্ণাধারা
মানুষের হৃদয়েও বহে ফল্গুর অমিয়,
লোভে ও ভোগে মানুষ স্বার্থান্ধ দিশেহারা
ফুলের মধু নয়-বিষটাই তাই তার অধিক প্রিয়!০৩
আকাশে-বাতাসে মিলিত আনন্দ-ধ্বনি
শুনি না তা জীবশ্রেষ্ঠ জন্মের অহংকারে
রাতদিন মনুষ্যত্বহীন বুঝি না বাণী চিরন্তনী
বিবেককেও দ্রুতবেগ বন্দি রাখি অন্ধ কারাগারে!০৪
চলমান বিগলিত যন্ত্র-সভ্যতা
আমাদের একক পাশবিকতাতেই সৃষ্টি,
নেপথ্যের এ কবিতা গড়বে কি বিশ্বজনীন সখ্যতা-
শতাব্দি সঞ্চিত কালমেঘ ঢালবে কি সুফলা বৃষ্টি?০৫