তাদের সব চাইতে কম দাম
যারা বিলাসী ক্ষুধায় মানুষ খায়
বিচিত্র ভোলে রঙ বদলায়
কৃত কর্মের জন্য যারা পাবেই পরিনাম!০১

যারা স্বার্থের টানে কাছে আসে
স্বার্থ মিটলে যাবেই ভুলে
কলাগাছ হয় আঙুল ফুলে
নারী মাংসের ক্ষুধা মেটাতে জীবনকে ভালবাসে!০২

অথচ তারাই হলো জীবশ্রেষ্ঠ
মনুষ্যত্ব বিকিয়ে গড়ে সখ্যতা
উঠতে-বসতে পাশবিক হিংস্রতা
উচুঁ মাথা নীচু করে তারাই তো জীব নিকৃষ্ট!০৩

সব গল্পেরই শেষ আছে
তাদের গল্পের কিন্তু নেই
রক্ত আর কান্না ঝরিয়ে যাবেই
অথচ মৃত্যু তাদের ছায়ার মত থাকে খুবই কাছে!০৪

গায়ে আছে মানুষের চাম
সে কথা ভুলে হিংস্র ক্ষুধায়
ভরাপেটে আরো খেতে ও চায়
ব্যর্থশ্রমে জীবন-দীপ যার নেভায় গরম ঘাম!০৫

স্বার্থের টানে যারা অবিরাম
স্রষ্টাকে ভুলে বিশ্ব কামড়ায়
বিদায় বেলায় কাঁদে যন্ত্রণায়
বিশ্ব জগতে শুধুমাত্র মানুষ তাদেরই নাম!০৬