কাঁটার শয্যায় মালার সৌরভে
গেয়ে যাবো গণমানুষের যত অগীত গান,
নিদাঘে ঝরবে শ্রাবণ সৃষ্টির উল্লাসে
ভাঙ্গবে বিভেদ প্রাচীর রেখা গাইবে লক্ষপ্রাণ!
আমি গাইবোই তাদের প্রাণের সুরে
আছে যারা বঞ্চিত জীবনের অন্ধকূপে,
জাগাবো প্রকম্পিত রৌদ্র মিছিল
নির্মূল হবে মৃত্যুর অমা জঞ্জালের ধ্বংসস্তূপে।
শিল্পী নই তবু গাইবোই আমি
দিয়ে যাবো সুন্দর-কল্যাণ দু’হাত ভ’রে,
বিলাবো প্রতি ঘরে সবার কাঙ্খিত আনন্দ
দুঃখের গরল টুকু যাবো নিজে পান ক’রে।
শুকনো গাঙে নব জোয়ারে কল্লোলে
হবে প্রতিবাদী চেতনার সঞ্চার,
বিমর্ষ জীবনে ছড়াবে অনিদ্র ফুলের সুবাস
দিনান্তের রৌদ্র-জ্বালা জুড়াবে কদমের বাহার।
ক্ষুধা আর ত্রাসের তিমিরে সেদিন জ্বলবে
অভয় বাণীর নির্ভয় আশ্রয়ের আলো,
নবীনানন্দে সেদিন শোধ হবে জীবনের ঋণ
উঠোন ভরাবে রাশি রাশি ফুল-বসন্ত বাতাস এলোমোলো!