ক্ষণজন্মারাই তো পূণর্জন্ম লাভ করে
বিপর্যয় ঠেকাতে সবখানে
সঞ্চিত সমস্যা সমাধানে
এ বিশ্ব ডাকে তাদের গর্বিত অন্তরে!০১
জনসংখ্যা নয়, জগতে “মানুষ” প্রয়োজন
মানুষ কমছে প্রতিদিন
জ্ঞানী-গুণী হচ্ছে বিলীন
জনপদে তাই না বাড়ুক অকাম্য আবাসন!০২
বিমুগ্ধ নন্দিতার চির প্রশংসিত গর্ভে
মহামানব এসে জন্ম নিক
সোনালী দিন হাসুক চৌদিক
শুভ বার্তা আদিগন্ত ছড়াক আনন্দে-গর্বে!০৩
যুগের মাঙ্গলিক বার্তায় আসুক মহামতি
আজ সভ্যতার এ দুঃসময়
নবপ্রজ্ঞা ছড়াক তারা নির্ভয়
দীপ্ত শিক্ষায় এ প্রজন্ম ঘুচাক দুর্গতি!০৪
এ অনন্ত সৃষ্টির প্রতিটি জীবের হৃদয়ে
বাস করেন সবার পরমপ্রভু‚
না জানলেও তিনি সত্য তবু
সর্বত্র ব্যাপ্ত তিনি সুমহান পরিচয়ে!০৫
সৃষ্টিকে ভালবাসাই স্রষ্টাকে ভালবাসা
সেখানেই আছে সকল প্রাপ্তি
পাশবিকতারও সেখানে সমাপ্তি
আত্মদানেই ফোটে কল্যাণীর যা উচ্চাশা!০৬